সরকার ২৪ ঘন্টা সময় বেঁধে দিল।

 

২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার


গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই কঠোর বার্তা দিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় পরিষেবা। তাই এই সেবায় কোনো বাধা সৃষ্টি করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি পূরণে সরকার সংবেদনশীল এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে, গণছুটির নামে অনুপস্থিত সকল কর্মীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে বলা হয়েছে। অন্যথায়, অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে

Countdown Timer

Comments

Popular posts from this blog

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন।

২১ সেপ্টেম্বর (রবিবার), সরকারি ছুটি নিয়ে যা জানা গেল