Posts

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ, দেয়নি কারা?

Image
 ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ, দেয়নি কারা?Ma আন্তর্জাতিক ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ, দেয়নি কারা? অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের মাঝেই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। রোববার পশ্চিমা বিশ্বের এই চার দেশের স্বীকৃতির পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম ও অন্যান্য কয়েকটি দেশও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। ১৯৮৮ সালে নির্বাসিত থাকাকালীন ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে একতরফাভাবে ঘোষণা দেওয়া ফিলিস্তিন রাষ্ট্র ঘিরে বর্তমান কূটনৈতিক স্বীকৃতির চিত্র তুলে ধরা হলো। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে যে ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে তার মধ্যে বর্তমানে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। • ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তিন-চতুর্থাংশই ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে অন্ত...
Image
 নতুন ভূমি আইনে যেসব কাগজপত্র না থাকলে হারাতে হবে জমিনতুন ভূমি আইন কার্যকরের পর জমি সংক্রান্ত বিরোধ ও মামলার ঝুঁকি আরও বেড়ে গেছে। বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে ভবিষ্যতে জমি হারানোর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে জমির মালিকদের জন্য এখনই সতর্ক হওয়া জরুরি। গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা ভূমি সংক্রান্ত বিষয়গুলোর বৈধতা প্রমাণ করার জন্য কিছু মূল দলিল অপরিহার্য। জমির দখল, মালিকানা ও বিক্রয়ের ক্ষেত্রে সঠিক দলিল না থাকলে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে। জমির মালিকানা নির্ধারণে মূল দলিল জমি ক্রেতা ও বিক্রেতার মধ্যে রেজিস্ট্রার অফিসে স্ট্যাম্পে সই করা চুক্তিপত্রই হলো প্রধান দলিল। পূর্ববর্তী দলিলকে বায়া দলিল বলা হয়। জেলা রেজিস্ট্রার অফিস থেকে এ দলিলের কপি সংগ্রহ করা যায়। পর্চা ও খতিয়ান সরকারি জরিপের ভিত্তিতে জমি সংক্রান্ত নথিকে খতিয়ান বলা হয়। জমির মালিকের সংগ্রহকৃত অনুলিপি হলো পর্চা। এটি জমির বৈধ মালিকানা প্রমাণে গুরুত্বপূর্ণ। দাখিলা (খাজনা রশিদ) ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের পরে তহসিল অফিস থেকে প্রদত্ত রশিদই হলো দাখিলা। জমি বিক্রয়ের সময় দ...

তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

Image
 তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার Copied from: https://rtvonline.coবিশ্বকে বদলে দিতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। Copied from: https://rtvonline.coমঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, আমি তিন শূন্যের এক পৃথিবীর কথা বলছি— শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্রের অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)। Copied from: https://rtvonline.তিনি বলেন, শূন্য বর্জ্য (জিরো ওয়েস্ট) ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর অংশ। এটি কোনো কল্পনা নয়, ইতোমধ্যেই বাস্তবে রূপ নিচ্ছে। এ কারণেই আমরা তরুণদের সর্বত্র ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে উৎসাহিত করছি—যেখানে প্রত্যেকে থ্রি-জিরো মানুষ হয়ে উঠতে পারে। Copied from: https://rtvonline....

ঝড়-বৃষ্টি আর কত দিন হতে পারে? জানাল আবহাওয়া অফিস

Image
 ঝড়-বৃষ্টি আর কত দিন হতে পারে? জানাল আবহাওয়া অফিস সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং প্রায় চার-পাঁচদিন বৃষ্টিপাত কমই হবে তবে একেবারেই বন্ধ হবে না। এদিকে আগামী ২৪ তারিখের দিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আবারও দেশে ভারী বৃষ্টির আশঙ্কা করছে অধিদপ্তর। হাফিজুর রহমান জানিয়েছেন, আজ সকালে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। একইসঙ্গে তিনি জানান, ২৪ তারিখের দিকে যে লঘুচাপ তৈরি হবে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এটি উড়িষ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এবং এর প্রভাবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত র...

বুধবারের মধ্যে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে

Image
 বুধবারের মধ্যে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে  যেসব অঞ্চলেদেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট। এতে তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রিতে নেমে সর্বত্রই বইছে হিমেল হাওয়া। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী বুধবারের (২৪ সেপ্টেম্বর) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের তাড়াশে দেশের সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশালে ৪৮, চুয়াডাঙ্গায় ৪৩, যশোরে ৩৬, রাজশাহীতে ৩১, পটুয়াখালীতে ২৮, রাঙামাটিতে ২৪ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বি...

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, দেখা যাবে কখন এবং কোথা থেকে

Image
 বছরের শেষ সূর্যগ্রহণ আজ, দেখা যাবে কখন এবং কোথা থেকে ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে না। পঞ্জিকা অনুসারে, রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। সূর্য গ্রহণের বাংলাদেশ সময় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট। কোথা থেকে দেখা যাবে? আগামীকালকের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব ম...
Image
 অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৯ দিন সেনাবাহিনীর হেফাজতে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে যে, তিনি সেনা ব্যারাক ছেড়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী। খবর- পিটিআই নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরে তার ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি। এর আগে জেন-জি আন্দোলনকারীরা তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছিল। কেপি শর্মা অলি ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রচণ্ড, শের বাহাদুর দিউবা, ঝালা নাথ খানাল এবং মাধব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছিল। তাদের মধ্যে শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা...