ভোক্তা অধিদপ্তর চালু করলো ‘বাজারদর’

 ভোক্তা অধিদপ্তর চালু করলো ‘বাজারদর’ 


অ্যাপ: যেসব সুবিধা, যেভাবে ডাউনলোডনিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিদিনের দাম এখন হাতের মুঠোয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু করেছে নতুন মোবাইল অ্যাপ ‘বাজারদর’। শতাধিক পণ্যের দাম প্রতিদিন হালনাগাদ করে ব্যবহারকারীদের সহজে জানাতে পারবে এই অ্যাপ।


অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল এক ভিডিও বার্তায় বলেন, “প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে যদি দ্বিধা থাকে, তা আর থাকবে না। ভোক্তাদের জন্য এনেছি ‘বাজারদর’ অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে প্রতিদিনের দাম জানা যাবে।”


অ্যাপে কী কী পাওয়া যাবে


অ্যাপে দুটি বিভাগ রাখা হয়েছে— ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’।


খাদ্যসামগ্রী বিভাগে চাল, আটা/ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ-মাংস, দুধ, ডিম, শাকসবজি ও ফলের দাম প্রতিদিন হালনাগাদ হবে।

চালের ক্ষেত্রে সরু (নাজির/মিনিকেট), মাঝারি (পাইজাম/আটাশ), মোটা (স্বর্ণা/চায়না ইরি), সুগন্ধি ও কাটারিভোগ—প্রতিদিনের আলাদা দাম দেখা যাবে।

আলুর মধ্যে ডায়মন্ড, লাল, হল্যান্ড ও মিষ্টি আলুর দাম পাওয়া যাবে।

মসলা বিভাগে দেশি পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ, জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া ও তেজপাতা অন্তর্ভুক্ত।

মাছ-মাংসে রুই, কাতল, চিতল, বোয়াল, ইলিশ, চিংড়ি, মাগুর, কই, টেংরা, মুরগি, হাঁস, কবুতর, কোয়েলসহ নানা প্রজাতির দাম হালনাগাদ হবে।

দুধ, ডিম, বিভিন্ন শাকসবজি ও মৌসুমি ফলের দামও নিয়মিত আপডেট করা হবে।

অন্যান্য বিভাগে থাকবে জ্বালানি পণ্য— ১২ কেজি ও ৩০ কেজি এলপিজি গ্যাস, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম।

কীভাবে ব্যবহার করবেন


গুগল প্লে-স্টোর থেকে ‘বাজারদর’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ বা ‘অন্যান্য’ বিভাগ থেকে নির্দিষ্ট পণ্য নির্বাচন করে প্রতিদিনের দাম জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং অফলাইনে ব্যবহারের সুবিধাও রয়েছে

Countdown Timer

Comments

Popular posts from this blog

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন।

২১ সেপ্টেম্বর (রবিবার), সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

সরকার ২৪ ঘন্টা সময় বেঁধে দিল।